বাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় রড কেমন হয় ?

বাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় রড
সাধারণত আর সি সি কাঠামোর একটি বাড়ি নির্মাণের মোট খরচের ১০-১২ % রডের জন্য খরচ হয়ে থাকে। আর সি সি কাঠামোতে কংক্রিট দেয় চাপ সহ্য করার শক্তি এবং রড দেয় টান সহ্য করার শক্তি, মূলতঃ কাঠামোর প্রধান শক্তি রড সরবরাহ করে থাকে। বর্তমানে বাড়ি নির্মাণ কাজে যে রড ব্যবহার করা হয় তা হলো মাইল্ড স্টীল , লোহা এবং কার্বণের মিশ্রণে তৈরি বিধায় যা সহজেই বাঁকানো যায়। আমাদের দেশে বিভিন্ন ধরণের রড পাওয়া যায়।
একজন ডিজাইনার বাড়ি নির্মাণে কি ধরণের, কোন গ্রেডের রড ব্যবহার করবে তার ডিজাইনে তা উল্লেখ করা থাকে। ডিজাইন নিশ্চিত হয়ে উক্ত ধরণ ও গ্রেডের রড ক্রয় ও ব্যবহার করতে হবে। স্ট্যান্ডার্ড এম এস রডের ডাটা নিম্নে দেওয়া হলো-
ডায়া (ইঞ্চিতে)সুতা নাম্বারপ্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (বর্গ ইঞ্চি)প্রতি ফুটে ওজন
১/৪২ সুতা০.০৪৯০.১৬৭ পাঃ
৩/৮৩ সুতা০.১১০.৩৭৬ পাঃ
১/২৪ সুতা০.১৯৬০.৬৬৯ পাঃ
৫/৮৫ সুতা০.৩০৭১.০৪৩ পাঃ
৩/৪৬ সুতা০.৪৪২১.৫০২ পাঃ
৭/৮৭ সুতা০.৬০১২.০৪৪ পাঃ
৮ সুতা০.৭৮৫২.৬৭০ পাঃ

Comments