কংক্রিট স্থাপন ও কম্পেকশন করার পর কিছু দিন অবিরামভাবে কংক্রিটকে আর্দ্র রাখার পদ্ধতিকে কিউরিং বলে। সাধারণত কংক্রিট স্থাপনের ২৪ ঘন্টা পর হতে আরম্ভ করে ২১ হতে ২৮ দিন পর্যন্ত কিউরিং করা হয়। কিউরিং এর জন্য নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করা হয়। যেমনঃ-
ক) পানি ছিটিয়ে।
খ) পৃষ্ঠদেশ আবৃত করে ( ভেজা বস্তা, কচুরিপানা ইত্যাদিতে )।
গ) ঘের দিয়ে পানি আটকিয়ে ( সমতল পৃষ্ঠের জন্য উপযোগী )।
খ) পৃষ্ঠদেশ আবৃত করে ( ভেজা বস্তা, কচুরিপানা ইত্যাদিতে )।
গ) ঘের দিয়ে পানি আটকিয়ে ( সমতল পৃষ্ঠের জন্য উপযোগী )।
কাজের কিউরিং করার সময়সূচিঃ
কাজের বিবরণ | কিউরিং শুরু করার সময় | যতদিন কিউরিং করতে হবে |
মাস কংক্রিট কাজে (১:৩:৬) (ফাউন্ডেশন) | ২০ ঘন্টা পর | ৭ দিন পর্যন্ত |
ইটের গাঁথুনি কাজ (সকল) | ২০ ঘন্টা পর | ৭ দিন পর্যন্ত |
ডাম্প-প্রফ কোর্স সিমেন্ট কংক্রিট কাজে (১:২:৪) | ২০ ঘন্টা পর | ৭ দিন পর্যন্ত |
লিনটেল, সানসেড কাজে | ২০ ঘন্টা পর | ৭ দিন পর্যন্ত |
ছাদ ঢালাইয়ের কাজে | ২০ ঘন্টা পর | ২১ দিন পর্যন্ত |
ফ্লোর ঢালাই সিমেন্ট কংক্রিট কাজে (১:৩:৬) | ২০ ঘন্টা পর | ৭ দিন পর্যন্ত |
১ ইঞ্চি পেটেন্ট স্টোন সিমেন্ট কংক্রিট (১:২:৪) কাজে | ১৫ ঘন্টা পর | ৭ দিন পর্যন্ত |
নির্মাণ কাজের সেন্টারিং বা সাটারিং খোলার সময়সূচিঃ
কাজের বিবরণ | সেন্টারিং (সাটারিং) খোলার সময় |
কলাম ও বীমের পার্শ্বদিক | ৩ দিন পর |
বিমের তলা | ২১ দিন পর |
ছাদের স্ল্যাবের তলা (১৫‘ স্প্যান পর্যন্ত) | ১৫ দিন পর |
ছাদের স্ল্যাবের তলা (১৫‘ স্প্যানের চেয়ে বড় পর্যন্ত) | ২১ দিন পর |
বালি ও সিমেন্ট প্লাস্টারের মিশ্রণ পদ্ধতির ছকঃ
কাজের বিবরণ | প্লাস্টারের মিশ্রণ সামগ্রী | মিশ্রণ অনুপাত |
সকল ইট গাঁথুনি দেওয়ালের কাজে (১/২” পুরু প্লাস্টার) | সিমেন্টঃ বালি | (১ঃ৬) |
আর.সি.সি. কলাম, বীম, সিলিং, সিঁড়ি, সানসেড কার্নিশ , রেলিং, ড্রপওয়াল, লুভার, ইত্যাদি কাজে (১/৪” পুরু প্লাস্টার) | সিমেন্টঃ বালি | (১ঃ৪) |
প্লিন্থ দেওয়ালের কাজে ( ১/২” পুরু প্লাস্টার ) | সিমেন্টঃ বালি | (১ঃ৪) |
নদর্মার (ড্রেন) কাজে ১/২” পুরু প্লাস্টার | সিমেন্টঃ বালি | (১ঃ৩) |
সানসেড, কার্নিশ, ড্রিপ-কোর্স (প্লাস্টার) | সিমেন্টঃ বালি | (১ঃ২) |
সেপটিক ট্যাংক ( ৩/৪” পুরু প্লাস্টার ) | সিমেন্টঃ বালি | (১ঃ৩) |
মোজাইক এবং জলছাদের মিশ্রণ পদ্ধতির ছকঃ
কাজের বিবরণ | মিশ্রণ সামগ্রী | মিশ্রণ অনুপাত |
গ্রে-মোজাইক (০.৫ ইঞ্চি পুরু) | সিমেন্টঃ মার্বেল | ১ঃ১ |
জলছাদ (৪ ইঞ্চি পুরু) কাজে | চুনঃ সুরকীঃ খোয়া | ২ঃ২ঃ৭ |
কংক্রিট মিশ্রণ পদ্ধতির ছক (নমুনা)
কাজের বিবরণ | মিশ্রণ সামগ্রী | মিশ্রণ অনুপাত |
মাস-কংক্রিট (ফাউন্ডেশনের তলায়) | সিমেন্টঃ বালিঃ খোয়া | (১ : ৩ : ৬) |
ড্যাম্প-প্রূফ কোর্স (D.P.C) | সিমেন্টঃ বালিঃ খোয়া | (১ : ১.৫: ৩) |
বাড়ির গ্রাউন্ড ফ্লোর (কংক্রিট) | সিমেন্টঃ বালিঃ খোয়া | (১ : ৩ : ৬) |
১” থেকে ১.৫” পুরু (পেটেন্ট স্টোন) | সিমেন্টঃ বালিঃ খোয়া | (১ : ২ : ৪) |
১” পুরু মোজাইক বেস (তলা) | সিমেন্টঃ বালিঃ খোয়া | (১ : ২ : ৪) |
আর.সি.সি. (কংক্রিট) [২৬০০পি.এস.আই] | সিমেন্টঃ বালিঃ খোয়া | (১ : ২ : ৪) |
আর.সি.সি. (কংক্রিট) [২৯০০পি.এস.আই] | সিমেন্টঃ বালিঃ খোয়া | (১ : ১.৫: ৩) |
দরজা-জানালা ফ্রেম দেওয়ালে আটকানোর মশলা | সিমেন্টঃ বালিঃ খোয়া | (১ : ২ : ৪) |
গ্রীলের ফ্রেম আটকানো মশলা | সিমেন্টঃ বালিঃ খোয়া | (১ : ২ : ৪) |
স্যানিটারী পাইপ কংক্রিট | সিমেন্টঃ বালিঃ খোয়া | (১ : ৩ : ৬) |
ড্রেন-পিটের কংক্রিট বেস (তলা) | সিমেন্টঃ বালিঃ খোয়া | (১ : ৩ : ৬) |
সেপটিক ট্যাংকের কংক্রিট | সিমেন্টঃ বালিঃ খোয়া | (১ : ২ : ৪) |
সেপটিক ট্যাংকের ছাদ | সিমেন্টঃ বালিঃ খোয়া | (১ : ২ : ৪) |
Comments
Post a Comment